সেবার নামঃ প্রশিক্ষণঃ
ক) অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণঃ প্রশিক্ষণ গ্রহনে আগ্রহী সেবাপ্রার্থী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বরাবর আবেদন করবেন, এরুপ ৩০-৪০টি আবেদন যাচাই-বাছাই শেষে স্থানীয় চাহিদাভিত্তিক বিষয়/ট্রেড-এর উপর ৩০-৪০ জনের একটি দলকে নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয় ।
প্রশিক্ষণ ট্রেডঃ গাভী পালন, গরু মোটাতাজাকরণ, ছাগল পালন, মৎস্য চাষ, পোষাক তৈরী, ব্লক-বাটিক, পারিবারিক হাঁস-মুরগী পালন,কৃষি ও নার্সারি বা
স্থানীয় চাহিদা ভিত্তিক যে কোন ট্রেড । কোর্স ফি/ভর্তি ফিঃ কোন ফি লাগবে না । প্রশিক্ষণার্থীর বয়সঃ ১৮-৩৫ বছর । শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে ৫ম শ্রেণী পাশ ।
স্থানঃ সুবিধামত স্থানীয় যে কোন স্থাপনা/ভ্যেনু ।
খ) প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণঃ সেবা প্রার্থী সরাসরি উপ পরিচালক বা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বরাবর আবেদন করতে পারবেন । প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুসরন করে আবেদন করতে হবে ।
প্রশিক্ষণ ট্রেডঃ ক) "গবাদিপশু, হাঁস-মুরগী পালন, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক" প্রশিক্ষণ । মেয়াদঃ ০২ মাস ১৫ দিন । ভর্তি ফিঃ ১০০/= । কোর্সের ধরনঃ আবাসিক । ভাতার পরিমানঃ জনপ্রতি ১২০০/= মাসিক । সেবা গ্রহীতার বয়স ও শিক্ষাগত যোগ্যতাঃ ১৮-৩৫ বছর, কমপক্ষে ৮ম শ্রণী পাশ । আসন সংখ্যাঃ ৬০ । স্থানঃ যুব প্রশিক্ষণ কেন্দ্র,কাশিপুর, দিনাজপুর ।
খ) পোষাক তৈরী । মেয়াদঃ ০৩/০৬ মাস । ভর্তি ফিঃ ৫০/= । অনাবাসিক কোর্স । কোন ভাতা দেয়া হয় না । বয়সঃ ১৮-৩৫ বছর । শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণী পাশ । আসন সংখ্যাঃ ৪০ । স্থানঃ উপ পরিচালকের কার্যালয়,কাশিপুর,দিনাজপুর । শুধুমাত্র বেকার যুব মহিলাদের জন্য ।
গ) মৎস্য চাষঃ মেয়াদঃ ০১ মাস । ভর্তি ফিঃ ৫০/= । অনাবাসিক কোর্স । কোন ভাতা দেয়া হয় না । বয়সঃ ১৮-৩৫ বছর । শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণী পাশ । আসন সংখ্যাঃ ২০ । স্থানঃ উপ পরিচালকের কার্যালয়,কাশিপুর,দিনাজপুর ।
ঘ) মডার্ন অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপ্লিকেশনঃ মেয়াদঃ ০৬ মাস । ভর্তি ফিঃ ৫০০/= । অনাবাসিক কোর্স । কোন ভাতা দেয়া হয় না । বয়সঃ ১৮-৩৫ বছর । শিক্ষাগত যোগ্যতাঃ এইচ. এস. সি পাশ । আসন সংখ্যাঃ ৩০ । স্থানঃ উপ পরিচালকের কার্যালয়,কাশিপুর,দিনাজপুর ।
ঙ) কম্পিউটার ( বেসিক )ঃ মেয়াদঃ ০৬ মাস । ভর্তি ফিঃ ১০০০/= । অনাবাসিক কোর্স । কোন ভাতা দেয়া হয় না । বয়সঃ ১৮-৩৫ বছর । শিক্ষাগত যোগ্যতাঃ এইচ.এস.সি পাশ । আসন সংখ্যাঃ ৪০ । স্থানঃ উপ পরিচালকের কার্যালয়,কাশিপুর,দিনাজপুর ।
চ) ইলেক্ট্রিকাল এন্ড হাউজ ওয়্যারিংঃ মেয়াদঃ ০৬ মাস । ভর্তি ফিঃ ৩০০/= । অনাবাসিক কোর্স । কোন ভাতা দেয়া হয় না । বয়সঃ ১৮-৩৫ বছর । শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণী পাশ । আসন সংখ্যাঃ ৩০ । স্থানঃ উপ পরিচালকের কার্যালয়,কাশিপুর,দিনাজপুর ।
সেবার নামঃ ঋণ প্রদানঃ
ঋণের ধরন ও ঋণ পাবার যোগ্যতাঃ
ক) অপ্রাতিষ্ঠানিকঃ প্রার্থীকে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে । ঋণের পরিমানঃ ২০০০০-৪০০০০/= । সার্ভিস চার্জঃ ১০% (ক্রম হ্রাসমান পদ্ধতিতে সার্ভিসচার্জ হিসেব করা হয়) । কিস্তির ধরনঃ মাসিক । পরিশোধের মেয়াদঃ ০২ বছর । গ্রেস পিরিয়ডঃ ০৩ মাস । জামানতঃ জামিনদারের জমির মূল দলিল/দলীলের সার্টিফায়েড কপি/হালনাগাদ পর্চা ও দাখিলা জমা নেয়া হয় । ঋণের দফাঃ সঠিকভাবে নিয়মিত পরিশোধের উপর ভিত্তি করে ৩য় দফা পর্যন্ত ঋণ প্রদান করা হয় । ঋণ পেতে খরচঃ আবেদন ফর্ম--১০/=মাত্র । ঋণের চুক্তিপত্রের জন্য ৩০০/=টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প ঋণীকেই সরবরাহ করতে হয় । ঋণ প্রাপ্তির সময়সীমাঃ আবেদন পত্র দাখিল,যাচাই-বাছাই, উপজেলা ঋণ কমিটি কর্তৃক অনুমোদনসহ ঋণ প্রাপ্তির সময়সীমা ০১ মাস ।
খ) প্রাতিষ্ঠানিকঃ প্রার্থীকে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে । ঋণের পরিমানঃ ৪০০০০-৭৫০০০/= । সার্ভিস চার্জঃ ১০% (ক্রম হ্রাসমান পদ্ধতিতে সার্ভিসচার্জ হিসেব করা হয়) । কিস্তির ধরনঃ মাসিক । পরিশোধের মেয়াদঃ ০২ বছর । গ্রেস পিরিয়ডঃ ০৩ মাস । জামানতঃ জামিনদারের জমির মূল দলিল/দলীলের সার্টিফায়েড কপি/হালনাগাদ পর্চা ও দাখিলা জমা নেয়া হয় । ঋণের দফাঃ সঠিকভাবে নিয়মিত পরিশোধের উপর ভিত্তি করে ৩য় দফা পর্যন্ত ঋণ প্রদান করা হয় । ঋণ পেতে খরচঃ আবেদন ফর্ম--১০/=মাত্র । ঋণের চুক্তিপত্রের জন্য ৩০০/=টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প ঋণীকেই সরবরাহ করতে হয় । ঋণ প্রাপ্তির সময়সীমাঃ আবেদন পত্র দাখিল,যাচাই-বাছাই, জেলা ঋণ কমিটি কর্তৃক অনুমোদনসহ ঋণ প্রাপ্তির সময়সীমা ০১ মাস ।
গ) পরিবার ভিত্তিক ঋণঃ পরিবার ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে । ঋণ পেতে ২৫-৫০ জনের একটি দল প্রয়োজন হয়, যেখানে ০৫ জন মিলে একটি করে গ্রুপ তৈরি করা হয় । ঋণের পরিমানঃ ৮০০০-১৬০০০/= । সার্ভিস চার্জঃ ১০% (ক্রম হ্রাসমান পদ্ধতিতে সার্ভিসচার্জ হিসেব করা হয়) । কিস্তির ধরনঃ সাপ্তাহিক । পরিশোধের মেয়াদঃ ০১ বছর/৫২ সপ্তাহ । গ্রেস পিরিয়ডঃ ০৩ সপ্তাহ । জামানতঃ প্রয়োজন নেই । ঋণের দফাঃ সঠিকভাবে নিয়মিত পরিশোধের উপর ভিত্তি করে ৫ম দফা পর্যন্ত ঋণ প্রদান করা হয় । ঋণ পেতে খরচঃ ঋণের চুক্তিপত্রের জন্য ০৫ জনের প্রতিটি গ্রুপকে ৩০০/=টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প সরবরাহ করতে হয় । ঋণ প্রাপ্তির সময়সীমাঃ ১ম দফায় জরিপ ও প্রশিক্ষণ শেষে আবেদন পত্র দাখিল,যাচাই-বাছাই, জেলা কার্যালয়ে প্রেরণ ও জেলা ঋণ কমিটি কর্তৃক অনুমোদনসহ ঋণ প্রাপ্তির সময়সীমা ০১ মাস । ২য়,৩য়,৪র্থ ও ৫ম দফায় এ সময়সীমা ২০ দিন ।
সেবার নামঃ যুব ক্লাব/সংগঠন তালিকাভূক্তিকরণঃ
তালিকাভূক্তির জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বরাবর আবেদন করতে হবে । আবেদনের সাথে যা লাগবেঃ ১) গঠনতন্ত্র অনুমোদনকারী সভার কার্যবিবরণীর সত্যায়িত অনুলিপি ও কার্যনির্বাহী কমিটি কর্তৃক অনুমোদিত কার্যবিবরণীর সত্যায়িত অনুলিপি ০৩ কপি । ২) কার্যনির্বাহী এবং সাধারণ পরিশোধের সদস্য সংখ্যা ও সদস্যদের নাম, পেশা, বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং স্বাক্ষরসহ নামের তালিকা ০৩ কপি । ৩) বাড়ী ভাড়াঃ (ক) নিজস্ব সম্পত্তি হলে মূল ও হালনাগাদ খাজনার সত্যায়িত অনুলিপি (খ) ভাড়াবাড়ী হলে চুক্তি পত্রের সত্যায়িত অনুলিপি ০২ কপি । ৪) ব্যাংক হিসাবের সনদের সত্যায়িত অনুলিপি ০৩ কপি । ৫) গঠনতন্ত্রের সত্যায়িত অনুলিপি ০৩ কপি । ৬) সংগঠনের নিজস্ব প্যাড্-এ আলাদা করে বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রমের বর্ণনা । খরচঃ তালিকাভূক্তির জন্য কোন খরচ নেই । সময়সীমাঃ আবেদনপত্র প্রাপ্তির পর জেলা কার্যালয় কর্তৃক ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত প্রদান করা হয় ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS